ব্যর্থ
ব্যর্থ
*ব্যর্থ*
আমি খুব সহজেই বিসর্জন দিয়েছি নিজের শখগুলোকে,
আর বিসর্জনের পর প্রসাদ হিসেবে পেয়েছি কিছু অবিশ্বাস ।
আমি দাঁতে দাঁত চেপে সয়েছি অনেক আঘাত ,
আর উপসম হিসেবে পেয়েছি আমার চরিত্রের কটাক্ষ ।
আমি সব ইচ্ছে হারিয়েছি নিজেকে বোঝানোর ,
বরং মেনে নিয়েছি আমাকে বোঝা সহজ নয় ।
সমস্যা যদি জীবনের অঙ্গ হয় ,
তাহলে আমি সেই অঙ্গের আগমনকারী ।
এমন নয় আমার বেঁচে থাকার সব কারণ শেষ ,
শুধু শান্তিতে বাঁচার অর্থ গেছি ভুলে ।
ভালোবাসার অসীম ক্ষমতা , পাল্টে দিতে পারে পৃথিবীটাকেও,
আমি তো কথাই তুচ্ছ এক মানুষ ।
এমন নয় বুঝতে চাইনা আমি ,
শুধু বুঝতে গেলে হাসির খোরাক রটায় আমায় নিয়ে ।
আমাকে ভুল বোঝা খুব সহজ কারণ আমি অসাধারণ নই,
আমি মূল্যহীন এক বেকার মানুষ ।
আমাকে ভুল বুঝতে সময় লাগে না ,
আমার অস্তিত্ব নিরাকার ।
