STORYMIRROR

Trisha Chakraborty

Classics Others Children

4  

Trisha Chakraborty

Classics Others Children

বৃষ্টি ভেজা সুখ

বৃষ্টি ভেজা সুখ

1 min
276

ওই দেখা যায় আকাশ জুড়ে

কালো মেঘের ঘনঘটা

শুষ্ক প্রাণে বর্ষা দেবে

নবীন সতেজতা।


ওই দেখো, ঝমঝমিয়ে বর্ষা এলো

শ্রাবণের ধারা পড়ছে অবিরত

সেই ধারাতে ভিজবে কিনা বলো...


সবুজে আজ সবুজ গিয়েছে মিশে

চলো হাত ধরে আমরাও যাই 

ওই সবুজের দেশে।

শ্রাবণের এই বারিধারায় ভিজতে হলে চলো...


ইঁটের উপর ইঁট সাজিয়ে গড়তে চাইলে সুখ

প্রতি খোপে সুখের বদলে জুটলো এসে দুঃখ

হারিয়ে গেছে ছেলেবেলার বৃষ্টি ভেজা সুখ

বৃষ্টি ভেজা হাসি মাখা মুখ।


সব ভুলে জীবন হোক একটু এলোমেলো

শ্রাবণের এই বারিধারায় ছেলেবেলার মতো

ভিজতে হলে চলো...

তাকিয়ে দেখো আকাশ বাতাস দিচ্ছে তোমায় ডাক

বলছে হেঁকে দুঃখ গুলো আজকে তুলে রাখ।

পরিপাটির জীবনের ওই ছাতাটা আজকে তোলা থাক

গাছের সাথে ভিজতে শাখা গুলো দিচ্ছে তোমায় হাঁক

হিসাব করে গুছিয়ে না হয় আর একদিন থেকো

শ্রাবণের এই বারি ধারায় আজ ভিজতে যাব চলো।


Rate this content
Log in

Similar bengali poem from Classics