STORYMIRROR

Trisha Chakraborty

Abstract Inspirational

3  

Trisha Chakraborty

Abstract Inspirational

::অভাগা ফুল::

::অভাগা ফুল::

1 min
223

পথের ধারে ফুটে ছিল ফুল

রুপ-রস-বর্ণ-গন্ধ ছিল তাতে

পথের ধারে ফুটে ছিল বলে

পারেনি সে উঠতে জাতে।

অবহেলাতেই উঠছিল বেড়ে

ধরণী মায়ের আশীর্বাদে।

অবাক হয়ে দেখতো সবাই

ঘরে তুলে নিয়ে যেত না

কেউ ওকে...


পথের ধারে ফুটেছিল বলে

পারেনি সে উঠতে জাতে।


ফুটতো যদি টবের মাঝে

কিংবা সারি বেঁধে 

বাবুর বাগান আলো করে

রুপ-রস-বর্ণ-গন্ধ না থাকলেও

বাহারি নাম জুটতো বড়াতে।


বাবুর শখের বাগানে জুড়ে ফুটলে

উঠতো সে ফুল জাতে।


পথের ধারে ফুটেছিল বলে

পারেনি সে উঠত জাতে।


তাও যদি জন্ম নিত শখের 

বাগানের বেড়ার গায়ে

কিংবা নামকরা ফুলেদের

সাথে নামহীন হয়ে 

ভালো-মন্দ খাবার যেত জুটে 

মালির যত্ন পেত জন্মের জোরে

পড়ত সবার নজরেতে

জাতে না উঠলেও উঠতো তখন হাতে।


কিন্তু বড়াত মন্দ ছিল

তাই জন্মাল পথের ধারে


আস্তাকুঁড়ের মাঝে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract