বৃষ্টি আমায় ডাকে
বৃষ্টি আমায় ডাকে


গত শ্রাবণ জানলার কাঁচ বেয়ে প্রথম বৃষ্টির ফোঁটাটা পরল বালিশের ওপর
অভিমানী আকাশ টার সেকি মুখ ফোলানোর বহর।
মেঘে ঢাকা সূর্য টাও পালিয়ে গেল দুরে
আকাশ টা আজ বড্ড কাঁদছে অভিমানী সুরে
আকাশ জুড়ে মেঘের দল, বৃষ্টি নিঝুম শহর,
তোমায় ভেবে এইক্ষণেতে, মুগ্ধ আমার প্রহর।
মনের খালি ক্যানভাসে বৃষ্টির রঙ ছবি আঁকে
মাঝে মাঝে স্বপ্ন দেখি বৃষ্টি আমায় ডাকে।
বৃষ্টিতে ভিজে ভিজে, মন ও মাথা দুজনাতে,
চলে যাচ্ছিলাম অজানাতে, অনেকটা পাড় ভাঙা ঢেউয়ের মতো,
চাইছিলাম বৃষ্টি ফোঁটায় মিলিয়ে যেতে
ভাবছিলাম খুঁজে পাবেনা কেউ,
হারাবার দূরত্ব চাই, ঠিক ততো।
সেদিন বলেছিলাম বৃষ্টিকে আজ ঝরো সারাদিন,
অনেক ডেকেও তো পাইনা তোমায় প্রতিদিন,
ধুয়ে নিয়ে যাও সব কষ্ট আমার
বেশি কিছুনা এই টূকূই শুধু চাওয়া আমার।
কালো মেঘ আর উড়ন্ত বৃষ্টির ফোঁটা দেখে
মনটা চলে যায় কোনো নাম না জানা গলির বাঁকে
মাঝে মাঝে স্বপ্ন দেখি বৃষ্টি আমায় ডাকে।