বর্ষ বিদায়
বর্ষ বিদায়
এ বছর যাবে চলে, কয়েকদিন পরে,
স্মৃতি পটে রয়ে যাবে সারাজীবনের তরে।
এ বছরে কি পেলাম? পূর্ণ হলো না আশা,
হৃদয়েতে জমা হল কত বিষাদের ভাষা।
সপ্তাহশেষে বর্ষশেষ, হইবে যখন,
নতুন প্রভাতে নব উদ্যমে সূর্য, ছড়াবে কিরণ।
গাছের শাখায় পাখির দল করবে কূজন,
পাখিদের সেই কলতানে, ভরবে ভুবন।
বয়ে যাওয়া নদীটি , বয়ে চলেছে যেমনি,
স্রোতস্বিনী নদীর ধারা, বয়ে যাবে তেমনি।
বর্তমান বর্ষশেষ, শেষদিন মধ্যরাতে,
শুভেচ্ছা বার্তা বিনিময় হবে, সবার সাথে।
বিদায়ের চোখের জলে, বছর শেষ হয়,
বছরের পর বছর , নূতন বছর , প্রফুল্ল হৃদয়।
