বড়দিন
বড়দিন
পাখি ওয়ালা ঘড়িটা বারে বারে জানান দিচ্ছে উঠে পড়ার।
পাহাড়ের কোল বেয়ে ঝির ঝির ঝর্নাটা স্তব্ধ এখন বরফে।
জানালা আর খুলতে চায় না ওই গাছ গুলো বড় কান্নাকাটি করে।
সাদা কালো গরুর দল গলায় ঘন্টা নিয়ে টুং টাং ঐ মাঠেতে।
তিতলিস অনেক দিন ধরে ডাকছিল একবার ঘুরে আসবার জন্য,
সেবার রোপ ওয়েতে দেখা হয়েছিল শারুখের সাথে, কাঁধে ক্যামেরা
নিয়ে ঘুরে বেড়াচ্ছিল কাজলের সব হরেক রকম আব্দারের ছবি।
মেঘ নেমে আসছিল হাতের তালুতে, ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছিলাম
ওপারের পাহাড় টার দিকে।
সারা দিন ধরে বরফের চাদর গায়ে শহর। ঝকঝকে সাদা রঙে আলোর
ছড়াছড়ি। মন খারাপের দিনগুলো স্মৃতি চেপে ধরে যেন। দিন গড়িয়ে
সন্ধ্যে বেলা যখন দেখি বরফ মানুষ এক সারি, বেজায় হাসি মুখে মাফলার
গলায়। আর আলোর মালায় একের পর এক সৃষ্টি। ঝিলিক লাগে বড়দিনের,
কেকের গন্ধ ম ম করে বন্ধ ঘরে। আমি ফারনেসের কাছে মিষ্টি আলু পোড়ার
গন্ধ খুঁজি। গন্ধ খুঁজি মায়ের কাছে থাকার।

