বন্ধুত্ত্ব
বন্ধুত্ত্ব
কেউ কেউ আসে কাছে বন্ধুত্বের হাত ধরে
আস্তে ঘনায় কাছে কায়দায় কব্জা করে
তারপর বাসা বাঁধে ধীরে ধীরে মনের ঘরে।
সাবধান মোহের বসে প্রলোভনে যেও না পড়ে
বাঁচিয়ে রেখে নিজের অস্তিত্ব তবেই বন্ধুত্ব কোরো
দেখো নয়তো খাবে ছলনায় তোমার সম্ভ্রম খুরে।
নিজের নিজত্ব হারিয়ে করতে যেওনা বন্ধুত্ব
সুখের দাবি করে না কখনো বন্ধু যে সত্য
বিপদের সাথী হবে সে রাখবে ধরে হাত সত্য।
দুঃখের ভাগ নেবে কেড়ে রাখবে বুকে ধরে
হাজার কষ্টেও যাবে না ছেড়ে রাখবে সাথে করে
বন্ধুর রাস্তায় চলতে চলতে রাখবে হাত ধরে।
বন্ধুত্ব রক্ষায় পারলে নিজের জীবন দিও
যদি বোঝা যায় মুখোশের আড়ালে আছে অন্য কেউ
নিজেকে বাঁচাতে প্রয়োজনে তার জীবন নিও।
© Sipra Debnath Tultul.
