বন জোছনা
বন জোছনা
কান্না যখন গল্প লেখে মনের খাতায় রাত দুপুরে দেওয়ালঘড়ি সময় মাপে পক্ষী রাজের পিঠে চড়ে।
গল্প আছে এক সুমুদ্দুর, জলই লেখে জলের কথা
সাদাপাতায় কালির রেখা গল্প জানায় মনের ব্যথা।
ছেলে বেলার খেলাধুলো,এক্কাদোক্কা কুমিরডাঙা
দোয়েল নাচে ছন্দে তালে শিশিরভেজা মাছরাঙা।
কেটে গেছে অনেক বছর এখন জ্বলে আগুন তাপ
মনের কোনায় ছাই জমেছে নষ্ট সুখে কোথায় পাপ?
বন্ধু স্বজন যাকেই পাই মানুষ খুঁজি তারই বুকে
রিক্ত প্রেমের বদ্ধ খাঁচায় জীবন কাটে অলীক সুখে।
মনের মানুষ কোথায় পাবো অচিন খবর নেই জানা
বন্ধু তোমার খবর পেলে এই আঁচল হবে বনজোছনা।