STORYMIRROR

Sipra Debnath

Drama Romance

3  

Sipra Debnath

Drama Romance

বলেছিলে

বলেছিলে

1 min
392


 ফিসফিস করে কানের কাছে এসে

বলেছিলে তোমায় ভালোবাসি

সম্মতি চেয়েছিলে হাত দুটো ধরে

একটু কাছে আসি?

দু জোড়া ঠোঁট ছিল দুই পাড়ে

পদ্মা ও গঙ্গার,

বলো এভাবে কি করে প্রেম বাড়ে!

বাড়ছে তবু ভেতরে গভীরে

এ যে থামবার নয়,

থাকবে এ প্রেম হৃদয় গহীনে

মৃত্যুর পরেও থেকে যাবে।

অদম্য দুরন্ত নিরলস এই প্রেম

যদিও পাবনা দুজন দুজনে

কোনদিন এই জীবনে।

তবুও অমর হবে দেখে নিও এই অবুঝ প্রেম

কেননা একতো হই রোজ দুজনের মনের সহমরণে।



Rate this content
Log in

Similar bengali poem from Drama