বলবাসি ক্যাকটাস
বলবাসি ক্যাকটাস


আমার আত্মাহূতির দিনে
তুমি ফিরে এসো তিলোত্তমা...!
শীত বুকে জুবুথুবু হয়ে বেঁচে আছি
তোমার উশুল করা পাপেটিং দেখবো বলে...!
ভালোবাসায় অশ্লীলতা বলে যদি কিছু থাকে,
তবে সেটা হলো,
কোন ইচ্ছে প্রবল দিনে তোমার শরীর দরজায়
সংকোচে লেখা এক যন্ত্রণার কথা,
"প্রিয় সুখের প্রবেশ নিষেধ "...!