Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Manik Goswami

Tragedy Classics

4  

Manik Goswami

Tragedy Classics

বিষণ্ণতায়

বিষণ্ণতায়

1 min
299


Prompt -2


বিষণ্ণতায়

মানিক চন্দ্র গোস্বামী


তোমার মনে গভীর কালিমা

লেপন করেছে কে ?

আঁধারের কালি মোছাতে পারে কি

চাঁদের স্নিগ্ধতাকে।

মুখটি তোমার বেদনা মলিন

বিষণ্ণতায় ভরা,

জলদ মেঘে ঢেকেছে আকাশ

নামে কি বৃষ্টিধারা ?

উচ্ছ্বাসহীন চোখের তারায়

পরাজয়ের ছোঁয়া,

দুঃখ ভরেছে জগৎ মাঝারে

ম্লান হয়ে গেছে হাওয়া।

বেদনার মাঝে বিলীন হয়েছে

পৃথিবীর যত ভালো,

মন্দ এসে অধিকার বলে

আড়ালে রেখেছে আলো।

এক্ষুনি যদি নামতো বৃষ্টি,

কালিমা যেত যে ধুয়ে,

ঊষার রবির সোনালী কিরণে

আঙ্গন উঠিত নেয়ে।


ঝেড়ে ফেলে দিয়ে বিমর্ষতায়

খুশির আলোকে ভাসো,

মনের দীপকে স্বতঃস্ফূর্ত

জোছনার হাসি হাসো।

আবার আকাশে নীলিমার মাঝে

শোভা পাক চাঁদ, তারা;

মনের সাগরে খুশির জোয়ারে

ভাঙুক আঁধার কারা।


Rate this content
Log in