STORYMIRROR

Sitangshu Ray

Classics Inspirational

4  

Sitangshu Ray

Classics Inspirational

বিপ্লবী

বিপ্লবী

1 min
604

পরাধীনতার গ্লানি তাদের কুরে কুরে খেয়েছে, 

যুগ যুগ ধরে তারা শুধু স্বাধীনতা চেয়েছে। 

সহ্য করতে হয়েছে তাদের নানা অত্যাচার, 

কেউবা গেছে ফাঁসির কাঠে, কেউবা কারাগার। 

তবুও দমেনি ক্ষিপ্ত মনের ক্ষোভের হুতাশন, 

গর্জে উঠেছে সরব কন্ঠ, থামেনি আন্দোলন। 

মায়ের হাতের শেকল ভাঙতে করেছে মরণপণ, 

যবন বুঝেছে চুলেতে ধরেছে কালরূপী শমণ। 

যুদ্ধ শেষে বিজয়মাল্য পরল গলে বীর, 

বুকের রক্তে ঘুচলো কালিমা দুই শতাব্দীর। 

কেউবা ছিল নির্ভীক যোদ্ধা, কেউবা ছিল কবি, 

ভারতীর সব দামাল ছেলে, এককথায় বিপ্লবী। 



Rate this content
Log in

Similar bengali poem from Classics