বিমর্ষ তান
বিমর্ষ তান
অন্ধকারে ঘুম ! নাকি ঘুমের ভেতর অন্ধকার?
শিয়রের দিকে কার চরণ ধ্বনি?
আলোর চেহারা জুড়ে থমথমে মেঘ
হিমেল বাতাস ফুল ফোটায় হুল ফুটায়
প্রিয় শান্তি তুমি কোথায়?
এ যে ঘুম ভাঙানিয়া নয় ঘুমপাড়ানিয়া গান
কোকিল কণ্ঠে বিমর্ষ তান
শিমুলের পলাশের মলিন বদন।
কচি সবুজ পাতার গায়ে লোম কাঁটা
দহন জ্বালায় মরছে কারা এ যাবৎ
দগ্ধতার উত্তাপ কেউ মেপেছো কখনো ?
ভালোবাসাবাসি সত্যিই আছে কি এখনো?
ইচ্ছেগুলো আকাশ নীলে ছড়িয়ে দিতে যখন ইচ্ছুক
নদীর চলন্ত জলে দেখি নিজেরই ভাঙাচোরা মুখ।
পথের বাঁকে বাঁকে আগুন ভস্ম
সূর্যের ছুঁড়ে দেওয়া সামুদ্রিক নুন
হাওয়ায় ভাসে নোনতা স্বাদের ধুন
তুমুল বসন্তে হারিয়েছিল এজন্ম।
গহন রাত্রি জুড়ে আসে যায়
আছে সে দহনে বিরহে বিশ্বাসে নিঃশ্বাসে
নেই শুধু তার সেই আশ্বাসে
হয়তো বা ভুল মাপে নিজেরই সকাশে।
