বিকেলের মাধুর্য
বিকেলের মাধুর্য
বিকেলের আলো আসে আস্তে, বাতাস শীতে মন হয় ভালোবাসায় ঘেমে। পাথরের গলি ছেড়ে ক্ষণিক আবার, চাঁদ মুখ আলোকিত রাতের জাগরে।
পাখিরা গান গায় বৃষ্টির মধ্যে, হাস্যবাদনা ছড়ায় দু:খের চাদরে। স্মৃতির মেলা বিকেলে সুন্দর, হৃদয়ে সঞ্চিত স্নিগ্ধতা এই বেলায়।
প্রকৃতির সঙ্গে মেলায় বিকেলে, মনে হয় প্রেমের গল্প এই ছোট সুখে। সময়ের বাজে আজ ফিরে এসে, বিকেলের মাধুর্য পুনরায় পাওয়ায়।
