বিজয়ী
বিজয়ী


দিনের শেষে অস্থাচলে রবি
মনের কোনে কোথায় রাখা ছিল তোর ছবিও
নেই তুই কাছে,তা আজ বহুদিন
তবুও মনের কোনের ছবিটি মনেকরায়
ছিলাম বড়ই ভালো তোর সাথে সেদিন।
তুই নেই কাছে, হয়ত ছিল আমারই ভুল,
দিন শেষে সব ভুলে আমারই দিকে
তুলেছিলি আঙুল। গেছিলি চলে।।
মনে আজও আছিস তুই, ভুলিনি কিছুই,
তফাৎ তা এই, একদা ভালোবাসার পাত্র আজ
ঘৃণিত তুই।
সবই তো তোকেই দিতেচেয়েছিলাম
না নিয়ে তুই হারালি,বিজয়ী আমিই হলাম।