উপহার
উপহার
1 min
1.0K
মাস দুই হল দেখিনি তোমাদের
যদিও কথা হয় রোজ আমাদের
তোমাদের কথায় কতোই না রাগ করেছি
দু মাস সেই বকা শোনার অপেক্ষায় দিন কাটাচ্ছি।
সাক্ষাৎ ভগবানের দর্শন চাইনা একালে
আমি পরম সৌভাগ্যবান,শুয়েছি তোমাদের কোলে।
তোমাদের আদর্শই আমার শিক্ষা
পিতৃ-মাতৃ ধর্মেই আমার দীক্ষা।
তোমাদের ঋণ শোধ করতে পারবোনা কভু আর,
গ্রহণ কোর তোমরা আমার ছোট্ট এ উপহার।