STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

বিজ্ঞান গল্প

বিজ্ঞান গল্প

1 min
366

চাঁদে নতুন কলোনি আজ উৎসবমুখর

পৃথিবী থেকে আসছেন আসিয়ান মামা

    বাবলুর জন্মদিনে দেবেন উপহার

কারণ জানে এসে , রোভারে বসে

চাঁদ চতুর্দিকে ঘোরার সময়

ল্যান্ডারে নামবেন আমাদের নিকটে

পৃথিবীতে দাদা ঠাকুর, দিদা থাকবে বসে

মামাদের কিভাবে আমরা ডেকে নেব এসে

পড়ে থাকবে সবাই যে অদ্ভুত পোশাক

সবার মুখে হাসি , পড়ে না পলক

এখানেই জাতি ধর্ম নেই ,নেই এ দেশ, সে দেশ

এখানে রোবট ওয়ার্কার করে সব কাজ 

 এরকম কত কলোনী আরও চাঁদে বসবে

যাওয়া আসা সর্বদা লেগে থাকবে

যদি কখনো পৃথিবীতে বিপর্যয় হয

চাঁদই দেবে আমাদের অভয় আশ্রয় ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract