বিজ্ঞান গল্প
বিজ্ঞান গল্প
চাঁদে নতুন কলোনি আজ উৎসবমুখর
পৃথিবী থেকে আসছেন আসিয়ান মামা
বাবলুর জন্মদিনে দেবেন উপহার
কারণ জানে এসে , রোভারে বসে
চাঁদ চতুর্দিকে ঘোরার সময়
ল্যান্ডারে নামবেন আমাদের নিকটে
পৃথিবীতে দাদা ঠাকুর, দিদা থাকবে বসে
মামাদের কিভাবে আমরা ডেকে নেব এসে
পড়ে থাকবে সবাই যে অদ্ভুত পোশাক
সবার মুখে হাসি , পড়ে না পলক
এখানেই জাতি ধর্ম নেই ,নেই এ দেশ, সে দেশ
এখানে রোবট ওয়ার্কার করে সব কাজ
এরকম কত কলোনী আরও চাঁদে বসবে
যাওয়া আসা সর্বদা লেগে থাকবে
যদি কখনো পৃথিবীতে বিপর্যয় হয
চাঁদই দেবে আমাদের অভয় আশ্রয় ।।
