বিদ্যাভবন
বিদ্যাভবন
ভাবতে বসে অতীতত্তলাে ছুটে এলাে ঝাকে ঝাকে.....
কিছু স্মৃতি হলাে প্রকট, কিছু বিস্মৃতির ফাঁকে।
হাজারাে স্বপ্ন সুখ-দুঃখে উতলা এই মন -
থেকে থেকেই দেয় উকি সেই বিদ্যাভবন।
এখনও কি তেমনই আছে ঠিক যেমনটি ছিল আগে ?
ঘুমন্ত কিছু ঘটনা আজ হঠাৎ করেই জাগে।
