STORYMIRROR

ritwik das

Drama Romance

3  

ritwik das

Drama Romance

বিদ্রোহি প্রেমের কবিতা

বিদ্রোহি প্রেমের কবিতা

1 min
173

সপ্ত আকাশ পার করে নিয়ে যাব প্রিয়তমা,ভয় নেই,

মহাবিশ্ব যেখানে ধর্মহীন,ঠিক সেইখানে।

আজ তোমার,আমার প্রেম সংবিধানের প্রধান হতে চাই,

 এই স্বার্থলোভি পিশাচেরা।

সকল ভিন্নধর্মী প্রেমিক-প্রেমিকাদের দিয়ে সংগঠন তৈরি করব আমি,

বন্ধ করব আমি ,ভিন্নধর্মী মৌলবাদ।

যেদিন মন্দির মন্দি ,মসজিদের দিকে তাকিয়ে হাসবে মুচকির হাসি,

সেদিন ঝলসে যাবে সব টিকির গিঁঠ,দাড়ির ঝোপ।

এরা নাকি বলে,লাল রক্ত মিশতে পারেনা জ্যোৎস্না রাতের ফুল -শয্যায়।

এসব দাবি যদি না মানে তাহলে,দাবি করব অন্য পৃথিবীর,

চলে যাব আমরা,মিশাব রক্ত,খুন নয়,যুদ্ধ নয়

শুধু চুম্বন।

তবে সত্যকে গোলাপ দেওয়ার সময় চলে এসছে,প্রস্তুত হউ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama