STORYMIRROR

ritwik das

Comedy Romance Action

3  

ritwik das

Comedy Romance Action

দীঘির পাড়

দীঘির পাড়

1 min
288

ভাল্লাগেনা ঘুরতে ফিরতে, 

ভাল্লাগেনা কোনকিছু।

লকডাউন-এর সময়টাতে,

কষ্ট নিয়েছে পিছু।

দীঘির পাড়ে অসহায় হয়ে,

ভাবছি অতীতের কথা।

সময়ের নিষ্ঠুরতা দিচ্ছে যেনো,

হৃদয়ে মর্মর ব্যাথা।

একাকিত্ব হয়ে করছি বসবাস,

তাই ভালো নেই মন।

আনমনা হয়ে দীঘির পাড়েই,

কাটাই সারাক্ষণ।


Rate this content
Log in

Similar bengali poem from Comedy