STORYMIRROR

ritwik das

Abstract Drama Tragedy

3  

ritwik das

Abstract Drama Tragedy

বাবা নেই মানে

বাবা নেই মানে

1 min
811


বাবা নেই

পৃথিবীতে নিজের একটা মানুষ নেই

পাশে নেই কোনো নির্ভরতার হাত,

বাবা নেই

আমার চাই বলার একটা মানুষ নেই

নেই নিজের কোনো শখ আহ্লাদ।

বাবা নেই

কোনো কিছুর অভাব নেই পৃথিবীতে

সবই আছে তবুও মনে হয় কিছু একটা নেই,

বাবা নেই

মাথার উপর ছায়ার মত, আদর করে ডাকার মত একটা মানুষ নেই।

বাবা নেই

নেই মায়ের হাসি, সে মন খুলে হাসতে ভুলে গেছে

বাবা চলে যাওয়ার পরে,

বাবা নেই

বাকি সবাই আছে তবুও তেমন আয়োজন

হয়না আর এই ঘরে।

বাবা নেই

মনে হয় যেনো কিছুই নেই

সবকিছু থাকতেও এ জগতে,

বাবা নেই

এখন আর তার মত

কেউ খাইয়ে দেয়না নিজের হাতে।

বাবা নেই

কেউ নেই তেমন দেখার

কত কষ্ট বুকের ভেতর

বাবা নেই বেঁচে পৃথিবীতে, আছে শুধু স্মৃতি

আর বাড়ির পাশে তার কবর!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract