STORYMIRROR

ritwik das

Abstract Inspirational Others

3  

ritwik das

Abstract Inspirational Others

নতুন বছর

নতুন বছর

1 min
183

নতুন বছর নতুন দিনে

সব লাগছে নতুন নতুন

আমরা না হয় কিছু পাল্টাই

রইবো না আর আগের মতন

হিংসা বিদ্বেষ ঝগড়া ঝাঁটি

সব ভুলে যাই নতুন বছরে

কেউ কোনো দিন নয় তো স্থায়ী

কে কোন দিন যাবো ছেড়ে ?

নতুন বছর বড় কথা নয়

নতুন মন টাই আসল জীবন

জামা বদলে হয় না ফকির

হৃদয় হতে হয় বাউল মন

2020 বিভীষিকা ময়

কেউ ভুলবে না কোনো দিন

কত মায়ের কোল খালি হলো

করোনার কবলে প্রতিদিন

এস হে একুশ মঙ্গল ময়

2020 করো চির পুরাতন

তোমার দেখানো পথ ই হোক

সুখ শান্তির আনন্দ নিকেতন

মানুষ আবার উঠবে জেগে

আকাশে বাতাসে মঙ্গল ধ্বনি

এসো হে একুশ এসো হে নবীন

তোমার আশায় এই আবাহনী


Rate this content
Log in

Similar bengali poem from Abstract