প্রেম বাজার
প্রেম বাজার
কুমিল্লার রসমালাইয়ে,
নাই এতটা মিষ্ট।
তব মূখপানে চাইলে আমি,
হই যতটা তুষ্ট।
আমরা সবাই একই পথিক,
প্রেম বাজারের যাত্রী।
তোমার প্রেমের অডিশনে,
আমি প্রেমিক পদপ্রার্থী!
বিসিএস এর প্রশ্ন নয়
হৃদয় দিয়ে চিনো।
চ্যাট লিষ্টে অবিরত,
তোমায় খূঁজি কেন?
আর নয় দু-টানা,
করবেন না কেউ মাইন!
যাকে আমি ভালোবাসি,
সে যে আমার মিষ্টি বিয়াইন।

