বিচ্ছেদ
বিচ্ছেদ

1 min

705
শেষ বার যেদিন এসেছিলে তুমি
বুঝিনি সেটাই শেষ,
বিচ্ছেদ ব্যথা বুঝিনি কি তা,
এখন সইছি বেশ।
তুমি ছাড়া বাঁচা অসুবিধা নেই
এটাই বলেছি তোমায়
তবে কেনো এত বিচ্ছেদ ব্যথা
ঘায়েল করেছে আমায়।
এত সূক্ষ হয়ে ছিলে তুমি
জীবনের সাথে মিশে
ছিলে কি না ছিলে, এটাই বুঝিনি
এখন বুঝেছি শেষে।