STORYMIRROR

Nandita Pal

Abstract Romance

3  

Nandita Pal

Abstract Romance

বিবর্তন

বিবর্তন

1 min
277

আনন্দে মাতাল যখন আকাশ,

পৃথিবী ছাড়িয়ে সুর যেন শূন্য মহাকাশে।

প্রেমের কোমল ছোঁয়া কখন যেন মন কুঠুরির সংসারে,

রিন রিন ছন্দে তার গান গায়।


আস্টে পৃষ্টে জড়িয়ে শিকড় গুলো,

ঝুরি নেমেছে একের পর এক,

কথার ওপর কথায় কখন তৈরি ইতিহাস,

নিজের দিকে তাকিয়ে দেখি বিবর্তন।


মাঝ দরিয়ায় প্রবল আন্দোলন,

ভেঙ্গে তছনছ ঝড়ের দাপটে;

শান্ত হল সমুদ্র, ঢেউয়ের তাল এলো ফিরে,

সন্ধ্যের সূর্য গেল হেসে সকালে আসতে হবে বলে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract