বই
বই
পুঁজের মত পৃথিবী আমার আত্মা আকাশে ফেলে,
কানায় ধরে নিই জ্ঞানের প্রবাহের লেহের মেলে।
বইগুলির ভেতরে বিশ্ব ছুঁয়ে দিচ্ছে মন আমার,
স্বপ্ন ও সত্যি একসঙ্গে, বিচিত্র বিশ্বের ধারা।
পানির মত সমৃদ্ধি, জ্ঞানের নদী বাহি,
ছুঁয়ে নেই সাহিত্যের লাভনীয় সীমানায় আমার মন প্রাণের চাঁদার মত উজ্জ্বল, অপরিসীমার দিকে তাকায়,
অজানা প্রেমের পথে পথিক আমি, সাহিত্যের জলে তীর্থযাত্রা করি।
বইর পাতায় বাসা বানায়, অনুভবের স্বাদ চিনিয়ে নিয়ে যায় চিরসাথে,
অজানা প্রেমের পথে পথিক আমি, সাহিত্যের জলে তীর্থযাত্রা করি।
বইর পাতায় বাসা বানায়, অনুভবের স্বাদ চিনিয়ে নিয়ে যায় চিরসাথে,
সুখের নাম বই, সাহিত্যে ভরা মন, অপরিসীমার দিকে তাকায়।
অজানা প্রেমের পথে পথিক আমি, সাহিত্যের জলে তীর্থযাত্রা করি।
