ভ্যালেন্টাইন ডে
ভ্যালেন্টাইন ডে


একটা নিঁখুত নির্দেশনায় হারিয়ে যায়
স্বাভাবিক চলন বলন
খন্ড খন্ড করে তুলে আনে
সারল্য সারস
নিপুনিকার সে এক প্রানান্ত প্রয়াস
কত রঙে রাঙিয়েছে
রাতভোর
মাপা ছন্দ লয় মাত্রায় কবিতা হারায়
পা টিপে টিপে চলো
ঘরময় ছড়িয়ে ছিটিয়ে কাঁচ
একটা নিঁখুত গোলাপ আরো নিঁখুত উচ্চারণে
ভালবাসি
আজ ভ্যালেন্টাইন ডে
তিলমাত্র ভালবাসা ছিল না কোথাও
সে এক মঞ্চসফল অভিনয়
হারমোনিয়ামে ভাঙাচোরা রবীন্দ্রসংগীত গাইতে গাইতে এক কামরা থেকে অন্য কামরায়
অন্ধ জ্যোৎস্না ছুঁয়ে ছুঁয়ে পড়ে রোজ
লোকাল ট্রেনে
ক্যালেন্ডারে কোন নির্দিষ্ট দিন নেই
আয়নায় মুখ দেখেনি বহুদিন