STORYMIRROR

soumendranath guharoy

Classics

3  

soumendranath guharoy

Classics

ভ্যালেন্টাইন ডে

ভ্যালেন্টাইন ডে

1 min
333

একটা নিঁখুত নির্দেশনায় হারিয়ে যায়

স্বাভাবিক চলন বলন 

খন্ড খন্ড করে তুলে আনে

সারল্য সারস

নিপুনিকার সে এক প্রানান্ত প্রয়াস

কত রঙে রাঙিয়েছে

রাতভোর 


মাপা ছন্দ লয় মাত্রায় কবিতা হারায়


পা টিপে টিপে চলো

ঘরময় ছড়িয়ে ছিটিয়ে কাঁচ


একটা নিঁখুত গোলাপ আরো নিঁখুত উচ্চারণে 

ভালবাসি 

আজ ভ্যালেন্টাইন ডে


তিলমাত্র ভালবাসা ছিল না কোথাও

সে এক মঞ্চসফল অভিনয়


হারমোনিয়ামে ভাঙাচোরা রবীন্দ্রসংগীত গাইতে গাইতে এক কামরা থেকে অন্য কামরায়

অন্ধ জ্যোৎস্না ছুঁয়ে ছুঁয়ে পড়ে রোজ

লোকাল ট্রেনে


ক্যালেন্ডারে কোন নির্দিষ্ট দিন নেই

আয়নায় মুখ দেখেনি বহুদিন


Rate this content
Log in

Similar bengali poem from Classics