ভীষন বৃষ্টি
ভীষন বৃষ্টি
অতীতের ছবি হঠাৎ পড়ে যায় ভেঙেচুরে,
বার বার মেঘের শব্দ আসে ঘুরে ফিরে।।
ঝম ঝিমিয়ে ভীষন বৃষ্টি এলো,
ভিজে যায় জং ধরা স্মৃতিগুলো।।
অপেক্ষার শেষে ধূসরতা ঘেরা,
অমিত্ব র সেই ক্লান্তিতে আমি র কাছে ফেরা ।।
কিছু সুখ কিছু অসুখ নিয়ে ভরে ওঠে
ভিজতে থাকা হাতের মুঠো,
বৃষ্টির তোড়ে ভেসে যায় ইচ্ছের খড়কুটো।।
কথা বাকি থেকে যায় তাই আবার ঝিরি ঝিরি নামে,
হেঁটে চলা পথ ভালোবেসে থামে।।
মনের কোনে কবেকার জমা জল ,
ফোঁটা ফোঁটা চোখ থেকে চিবুক,
ঝাপসা সময় ভেসে ওঠে প্রিয়মুখ।