ভগবানের জন্মবৃত্তান্ত
ভগবানের জন্মবৃত্তান্ত
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে।
গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে।।
নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ।
জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ নমঃ।
ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে
জন্ম নিলেন মথুরায় ভক্তদের রক্ষা করতে।
জন্ম হয়েছিল তাঁর কংসের কারাগারে
পিতা রেখে এল তারে যমুনার ওপারে।
পালক পিতা নন্দরাজ, মাতা যশোদা
আসল পিতা বসুদেব, দেবকী মাতা।
জন্ম হল কারাগারে, মাতা ছিলেন ঘুমন্ত
সেই সুযোগে ভগবান পিতা কে করল মুক্ত।
কারাগার থেকে একটা ঝুড়িতে করে
ভগবান কে মাথায় নিল নদী পেরোনোর তরে।
যমুনা তীরে এসে দেখে উত্তাল রূপী যমুনা
নন্দালয়ে যেতে পারে এই ছিল তার কামনা।
শেষনাগের রূপ ধরে বলরাম ছায়া দিল তাঁরে
শৃগাল রূপ ধরে যোগমায়া পথ দেখাল পিতারে।
নন্দালয়ে দেবী যোগমায়া কন্যা রূপ ধরে
যশোদা গর্ভে এল কংস কে সংবাদ দেবার তরে।
সন্তান হয়েছে জানতে পেরে কংস দিল হানা
দেবকী বলে দাদা এবার ছেড়ে দাও না।
এটা সন্তান কে হত্যা করেছ ঐ পাথরে ছুঁড়ে
একে মুক্তি দিলে তোমার পাপ যাবে দূরে।
কোল থেকে কেড়ে কংস আছাড় দিল পাথরে
হাসতে হাসতে কন্যা তখন আসল রূপ ধরে।
ভীত কংসকে দেখে খিলখিলিয়ে বলে
তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে সে।।
