STORYMIRROR

Moumita Ghosh

Abstract Tragedy Others

3  

Moumita Ghosh

Abstract Tragedy Others

বাল্যবিবাহ

বাল্যবিবাহ

1 min
195


জন্মের পর থেকে শুনি একটাই আশীর্বাদ

"খুব ভালো বর হোক তোর"

আমার জন্ম কি বিবাহের কারণে? 

বিবাহ কী একটা মেয়ের জীবনের চরম সত্য?

যখন আদো আদো কথা বলি তখন যদি বলতাম " আমি বড়ো হয়ে অনেক পড়ব"

 সবাই বলত "এত পড়ে কী করবি ?"

 এই তো এই চলতে শিখেছি, সবে সবে বলতে শিখেছি

কেন তবে এখন ই্ আমাকে আটকানোর কথা ভাবছে এ সমাজ

কেন সবাই প্রশ্ন করে "তুই রান্না জানিস না?"," এটা আবার কি ধরনের বসা? ,

তুই জোরে কথা বলিস কেন? " "আস্তে আস্তে হাঁটতে পারিস না"


 এগুলোর উত্তর "না" হলে পাড়ার কাকিমার মুখে কেমন যেন বাঁকা হাসি দেখা যেত। 

আমি তখন সবে পনের। 

আজ আমার বিয়ে।

পারিনি নিজেকে এই জাঁতাকল থেকে বাঁচাতে

আমি তখন ও বুঝিনায় স্বামী কি?

কিন্তু স্বীকার হলাম তার কামনার

তারপর জানলাম আমি সন্তান সম্ভবা

আমার সন্তান জন্মানোর সময় দুজনের ই মৃত্যু হল। 

আচ্ছা এই দুজনের মৃত্যুতে দোষ কার?

একটা মেয়ে কি এতটাই ভার বাবা মা র কাছে? 

আজ মেয়ের জন্য মা টা যখন খুব কাঁদে তখন কেমন হাসি পায়

কারণ এই মৃত্যু তে সেও তো দোষী। 

আর যারা কপালের দোষ দেয় তাদের শাস্তি কি? 

আর কত মেয়ের মৃত্যু হলে এ সমাজ বুঝবে একজন মেয়ের ডিগ্রি শুধু রান্না জানা নয় আর সার্টিফিকেট রং নয়। 

এই দুই যেদিন সুন্দর হয় সেটাই সঠিক বয়স নয়। 

তাকে কোনো পণ্য নয় মানুষ ভাবুন

তার ইচ্ছার দাম দিয়ে তাকে একটি সুন্দর জীবন উপহার দিন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract