আনন্দপূর্ণ দিন
আনন্দপূর্ণ দিন
আনন্দপূর্ণ দিন তখনই হবে
যেদিন একটা মেয়ে নিরাপদে রাস্তায় বেরোবে।
যেদিন সমাজ কোনো মেয়ের বিয়ের গণ্ডি বেঁধে দেবেনা।
যেদিন কেউ বলবে না "
আর কবে বিয়ে করবি","মেঘে মেঘে তো অনেক বেলায় হলো ", "তোর যা চেহারা কে বিয়ে করবে তোকে", "হ্যাঁ রে তোকে কারোর পছন্দ হয়নি নাকি", "তুই যা মোটা হচ্ছিস, একটু কম খা, নাহলে বিয়ে হবেনা"।
যেদিন সন্তান হয়নি বলে কোনো মেয়েকে সমস্ত সামাজিক অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেবে না।
কেউ তাকে নিয়ে ফিসফিস করে আলোচনা করবে না।
যেদিন অ্যাসিড অ্যাটাক&nbs
p;হয়েছে বলে কোনো মেয়েকে
ঘরে মুখ লুকিয়ে বসে থাকতে হবে না।
যেদিন এই সমস্ত কথা থেকে মুক্তি দেওয়া হবে মেয়েদের
যেদিন মেয়েদের একজন মানুষ হিসেবে গণ্য করা হবে।
যেদিন পাড়ার গল্পের আসরে বন্ধ হবে মেয়েদের নিয়ে আলোচনা, বন্ধ হবে মেয়েদের কে উসকানি মূলক কথা বলা
সেদিন হবে আনন্দপূর্ণ দিন।
যেদিন এই সমস্ত মেয়েগুলো সম্মানের সঙ্গে,
হাসি মুখে রাস্তায় বেরোবে
সেই দিন হবে আনন্দপূর্ণ দিন।।