জীবন যুদ্ধ
জীবন যুদ্ধ
জীবন যুদ্ধ কাকে বলে জানো
জিজ্ঞাসা করো সেই বস্তির ছেলেমেয়েদের
যারা পড়াশোনা ছেড়ে কাজে যাচ্ছে খাবারের জন্য
যারা লড়াই করছে বেঁচে থাকার জন্য,
জিজ্ঞাসা করো সেই শিক্ষিত বেকার ছেলেমেয়েদের
যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির জন্য বসেছে অনশনে।
পড়াশোনা জন্য নেওয়া লোনের ভারে বাবার রক্তের চাপ বেড়ে গেছে।
আর সেই মেয়েটা যে পাশে থাকতে চেয়েছিল তার বাবার
লোকের অপমান ছাড়া জুটল না কিছুই
তবুও হার মানলো না টিকে রইলো সৈনিকদের মতো
জিজ্ঞাসা করো সেই ছেলে মেয়ে গুলোকে
যাদের জীবনে ঘটে গেছে কোনো বড়ো দূর্ঘটনা
কেউ হারিয়েছে তার পা, কেউ বা হারিয়েছে তার হাত
কার ও মুখে ছুড়ে দেওয়া হয়েছে আ্যসিড
তারা হেরে যায়নি, তার টিকে আছে
কেউ ছুতে পেরেছে তার লক্ষ্য ,মেলে ধরেছে তার স্বপ্নডানা
এই প্রতিকূলতা বিরুদ্ধে লড়েই তারা হয়েছে জীবন যুদ্ধ জয়ী।।
