STORYMIRROR

Manik Goswami

Abstract Drama Others

3  

Manik Goswami

Abstract Drama Others

ভবঘুরে

ভবঘুরে

1 min
767


জীবনের যাত্রাপথে পৃথিবীতে ঘুরতে এসেছি আমি,

ভালো কিছু করার মন্ত্রণা দিয়ে পাঠিয়েছেন অন্তর্যামী।

ইচ্ছে থেকেও কাজ পাইনা আমি যে ক্ষমতাহীন,

ভালো কিছু হবে কেমনে জানিনা, ভাবনা অর্থহীন।

পায়ের নিচের জমি সরে গেছে, হয়ে গেছি দিশাহীন,

একা আমি নই, অগণিত লোক চলেছে লক্ষ্যহীন।

না আছে আমার বোঝার ক্ষমতা, না বোঝাতে পারি,

মনেতে ইচ্ছে সজাগ হয় না, ভাবি না কর্ম করি।

সময়ের মান মূল্যবিহীন বৃথা অপচয় করি।

উদাস হয়ে আকাশেতে দেখি প্রকাশ গিয়েছে চুরি।


ভগবানের কি ভুল হয়েছিল,পাঠিয়েছিলেন আমায়,

পৃথিবীর বোঝা বেড়েছে শুধু, বেড়ে গেছে হতাশায়।

মন লাগে না ঘরের কাজে, সমাজের কাজে নেই,

যাত্রাপথের উদ্দেশ খুঁজে হারিয়ে ফেলেছি খেই।

উপহাসের যাতনা নিয়ে পথে পথেই ঘুরি,

জেতার ইচ্ছে জাগে না মনে, বিনা সংগ্রামে মরি ।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract