STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Others

ভবঘুরে জীবন

ভবঘুরে জীবন

1 min
228

আমি এক পথভোলা পথিক,

শেষ হবে কোথায় জীবন,তার নাই ঠিক।

পথই আমার জীবন সাথী,পথেই ঘুরি দিবারাতি।

আমার শৈশবের স্মৃতি ফুটপাতের সেই হামাগুড়ি।

ভিড়ে কত লোকের পদতলে খেয়েছি গড়াগড়ি।

সেসব কথা থাক বাদ ,আজকের দিনে বাউলগীতি।

বিনা সুতোই বাজিয়ে বীণা,গান গেয়ে হয় বাউলানা।

অজ্ঞাত আসল স্থান ,দুই চোখ সবার একটি কানা।

বাউল গানে দেশে দেশে,জনবহুল পথের ধারে।

কেউবা ভাবে পাগল নাকি,কেউবা ভাবে ভবঘুরে।

কানাকানি করছে আবার,আমি নাকি বেজন্মা।

তবে কি ওরা জানে সবাই, আমার মায়ের ঠিকানা?


साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Abstract