STORYMIRROR

Manik Goswami

Drama Tragedy Others

3  

Manik Goswami

Drama Tragedy Others

ভালোবাসি

ভালোবাসি

2 mins
225


সুখস্বপ্ন অনেক জেগেছিলো মনে |

হালকা ঘুমের ফাঁকে কখন এসে

উঁকি দিয়ে যেত সে সব কথা, ঘটনা |

তাদের হাতছানিতে এতদূর এগিয়ে এসেও

আমি আশাহত, আমি ব্যর্থ,আমি পরাজিত |


পারলাম না তোমাকে নাগালের মধ্যে পেতে |

দূর থেকে শুধু পাবার দৃষ্টি নিয়ে-

ভালোবাসা মাখা এক চাহনিতে-

চাহিদা ভরা চোখের আলোকে-

শুধু চেয়ে চেয়ে,

শুধু ঘুরে ঘুরে,

শুধু দিন গুনে,

কিছু ভুলে, কিছু হারিয়ে,

কিছু আশা নিয়ে কাটিয়ে দিলাম এক যুগ |


অনেক কাল তো কাটলো |

সময় বাঁধ ভাঙা নদীর মতো

বিপুল শব্দ করে

বিরাট আকার নিয়ে,

বিশাল শক্তির পরীক্ষা দেবার জন্য

দুর্বার বেগে এগিয়ে এসেছে এতদূর |

ভেঙে দিয়ে গেছে পুরানো চিন্তা,

পুরানো আনন্দ, পুরানো ইতিহাস |

পটে আঁকা সে ছবিগুলি আজ ভগ্ন,

আজ লুপ্ত, মৃত্যু ঘটেছে তাদের |


তবু তুমি, তুমিই আছো;

আর আমি- আছি আমাতেই |

আমাদের দূরত্ব বেড়েছে না কমেছে জানি না |

দূরত্বের কমবেশি তর্কে নামার ইচ্ছে আমার নেই |

শুধু জানি-

তুমি তুমিই--আর আমি আমিই |

পুরানো যুগকে পায়ে ঠেলে তুমি এসেছো এগিয়ে,

আমি পড়েছি পিছিয়ে;

কিংবা আমিই এগিয়েছি, তুমি পারোনি এগোতে |


হয়তো বা দুজনে একসাথে,

একতালে, একছন্দে-

এতটা কাল এসেছি কাটিয়ে |

আমি ভেবেছি তোমার কথা,

তুমি ভেবেছো-

না, তা কি আমি বলতে পারি ?

এখন আর পারিনে সেই পুরানো দিনের কথা ভাবতে |

চিন্তাশক্তি তো হারিয়েছি |

হারিয়েছি ইচ্ছাশক্তিও |

চেষ্টা করেও তোমাকে আমি

আর পারিনা নিজের করে ভাবতে |

পারি না তোমাকে মেনে নেবার ইচ্ছে প্রকাশ করতে |

মুখ ফুটে কিছু বলার ইচ্ছেও জাগে না আর মনে |


আমার এই ইচ্ছেশক্তি হারানোর মূলে - তোমার লজ্জা |

না, না, আমার সাহসের অভাব |

তবুও-

আগের চেয়ে অনেক লাজুক হয়েছে তুমি |

আড়চোখে একটু চেয়েই মুখ নামিয়ে ফেলো |

তোমাকে পরীক্ষা করার জন্য আমি অন্যমনস্ক হই |

তুমি তাকাও আমার দিকে |

আমি তাকালেই তুমি মাথা নামাও |

সদা সর্বদা তোমার এই সলজ্জ ভঙ্গিই বাড়িয়ে তুলেছে

আমাদের ব্যবধান, মনের দূরত্ব |

এমনি করেই এগিয়ে আসে ভবিষ্যতের বিচ্ছেদ বার্তা |


ছোট্ট তারাটা বিকট অন্ধকারের বুকে দাঁড়িয়ে

বুক ফুলিয়ে বলছে- আমি হারিনি |

এখনও আমার শক্তি আছে আঁধারকে হারাবার |

আমাকে বিদ্রুপ করে, মুচকি হেসে-

ঠেস দিয়ে বলতে চায়,

তুমি হেরেছ, পিছনে সরে এসেছো |

আমি চিৎকার করে উঠি-

না, আমি হারিনি- হারতে চাই না আমি |

অন্ধকারটা যেমন তোমার বাধা,

আমারও সে রকম বাধা আছে- অসংখ্য |

 

এই অন্ধকারের বাধা ডিঙিয়ে

তুমি তোমার আলোকবার্তা

যেমন পাঠিয়ে দিয়েছো এখানে,

সেরকম-

আমিও সব বাধা ছাড়িয়ে

চিৎকার করে বলতে চাই-

তোমায় আমি বার্তা পাঠিয়ে দিতে চাই-

আমি ভালোবাসি, তোমায় ভালোবাসি |

 


Rate this content
Log in

Similar bengali poem from Drama