ভালোবাসা
ভালোবাসা
কখনো ভালো বেসেছ আমায়
কখনো প্রেম করেছো আমায়
আমি তো ছিলাম তোমার
কেন সরিয়ে ফেললে আমায়।।
প্রেম কেনো সোজা নয়
প্রেম কেন ব্যাথা দেয়
প্রেম কি এতটাই খারাপ
প্রেম কি তবে মাথা ব্যাথা।।
কেনো তবে এত ব্যথা
সইতে পারবে তো
দেখতে পারবে তো
রইলো তোমার নকশী কাঁথা।।
বাঁশ বনে ঝর উঠে
ঝনঝন আওয়াজ করে
আজ কেন মনে আওয়াজ হয়
কি কারনে, আমি কি অজানা।।
কেন তবে মেঘ ডাকে
কেন তবে জীবন ভাসে
তবুও মন কেমন উতলা
আমি কি তোমার যন্ত্রনা।।

