ভালোবাসা
ভালোবাসা


ভালোবাসার রং লাল থেকে কালো হয়,
সিঁথির সিঁদুর অক্ষত থাকে পোড়া দাগ
আর কালশিটে নিয়ে।
কখনও আবার ভালোবাসা রংহীন,
শুধুমাত্র একজনকে ভালোবেসে।
প্রতিদিন বিছানায় সঙ্গী বদলে
ভালোবাসা কখনও রঙ্গিন।
আসলে ভালোবাসে বোকা -রা,
চালাকরা তো শুধুই প্রেম করে।
আজও সবাই জিজ্ঞেস করে
‘ কিরে প্রেম করিস? ’
কেউ একবারও বলেনা,
‘ কাউকে ভালোবাসিস ? ‘