গৃহবন্দী
গৃহবন্দী


হঠাৎ করে বিশ্বজুড়ে
বিদ্রোহ আণুবীক্ষণিক,
ভয়ঙ্কর এই আক্রমণে
ঘায়েল হল লক্ষাধিক।
আমার শহর ছাড় পেলনা
অসুস্থতা করল গ্রাস,
অতর্কিত আক্রমনে-
ঘরবন্দী কয়েক মাস।
একটু ছুটির আমেজ নিয়ে,
কাটল ভালোই কয়েকদিন।
ধিরে ধিরে বদলে গেল,
সেই পুরনো 'দৈনন্দিন'
অল্প স্বল্প প্রয়োজন ছাড়া
বাইরে বেরোনো বন্ধ ,আর,
সব সময়ের সঙ্গী হ'ল
মাস্ক, গ্লাভস আর স্যানিটাইজার।
কোরারেনটাইন , আইসোলেশন-
বেশি পরিচিত শব্দ যে আজ,
নিউজ চ্যানেল , নিউজ পেপার
সব জুড়ে 'লোক হারাচ্ছে কাজ'।
বদলেছে আজ অভ্যাস বহু
দেখা সাক্ষাৎ ভিডিও কলেই,
'আর কটা দিন বাঁচব আমি!'-
বলছি শরীর খারাপ হ'লেই।
খাদ্যাভাস-ও বাদ যায়নি
বাইরে খাইনা কত মাস!
মনের উপর পড়ছে প্রভাব
ডিপ্রেশন-ও করছে গ্রাস।
ঘরবন্দী ব্যস্ত-শহর
ধরছে ঘিরে মৃত্যু-ভয়,
মৃত্যুমিছিল পেরিয়ে হবেই
ঐতিহাসিক যুদ্ধজয়।