বাউন্ডুলে
বাউন্ডুলে
আকাশেরও আজ মুখ ভার
তার বুলবুলি-বাসা শূণ্য।
ঝংকার ওঠে অগ্নিবীণা-য়,
বৃন্ত-কুসুম ধন্য।
বহু পথ ঘুরে তুফান পেরিয়ে
এসেছ দুর্দিনের যাত্রী,
দুখুমিঞা তুমি, মরুভাস্কর,
মুছিয়ে দিয়েছ রাত্রি।
বিশ্বযুদ্ধের সৈনিক তুমি
হেনেছ কুঠার ব্যথা-র দানে,
ধূমকেতু- সম বিদ্রোহী তুমি,
বেঁচে আছ আজও শ্যামার গানে।