STORYMIRROR

Njh Y

Inspirational

4  

Njh Y

Inspirational

“ভালোবাসা খাঁচায় ঘুমায়”

“ভালোবাসা খাঁচায় ঘুমায়”

1 min
334

একদিন -ঠিকই চেলে যেতে হয় একা একা,

তারপর ও রজনীগন্ধা সুবাস ছড়ায়;

হৃদয় হৃদয় খেলায় হৃদয় হয় আন্দোলিত।

রাতের গোলাপী আভায় জেগে থাকে আঁধার,

অস্ফুটকণ্ঠে কান্নার আওয়াজ;

ভালোই লাগে না কাঁদলে শুনেছি ভালোবাসা হয় না।

নীল আকাশের উড়ন্ত মেঘ মালা,

বৃষ্টি হয়ে ঝাঁপ দিয়ে পড়ে বুকের উপর;

শিহরিত মন বলে ভালোবাসা এমন।

স্বপ্নের খেয়ায় চড়ে আসে-স্মৃতিময় সেই সব দিন রাত,

স্নেহশীল পরশের আলতো ছোয়ায়;

নিঃশব্দে বুকের ভিতর জেগে থাকা মায়াবিরতির বার্তা দেয়।

কিছু থাকে অজনায় কিছু থাকে অচেনায়,

কিছু আবার হারিয়ে যায় আগুনের অগ্নিকণায়!

শুধু জেগে থাকে অনাদিকাল চলাচল,

অবলীলায়হঠাৎ ছন্দ পতন নিষ্কণ্ঠক ভালোবাসায়;

বিশ্বস্ততায় ভালোবাসা আজ খাঁচায় ঘুমায়।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational