ভালবাসা তার কাছে - একটি সনেট
ভালবাসা তার কাছে - একটি সনেট


ভালোবাসা তার কাছে চিরায়ত সোনার মাদুলী
সন্তর্পনে রেখে দিতো পুরাকালে লোহার সিন্দুকে
এখন অচল মুদ্রা, যত কিছু ভাবুক নিন্দুকে
যায় না কিছুই তার, সত্যি কথা বলে প্রান খুলি
সদুর প্রবাসী নয়। থাকে তিনি নিকটে নিবৃতে
সনেটের বর পুত্র ধ্যানমগ্ন সৃজনে অর্জনে
জ্যোতির পোষাক পরে তৎপর অসত্য বর্জনে
মননে খোদাই করে চারুপাঠ হেমন্ত কি শীতে
ভালোবাসা তার কাছে যুথবদ্ধ মায়ার পরশ
কখনো শরীরে মাখে স্বচ্ছনীল প্রতিবেশী জল
কবিতা যাদুর মন্ত্র ! কলাবতী, করে তাকে বশ
তবুও শব্দের খোঁজে ডুব দিয়ে তুলে পানি ফল
চিনি তাকে সদালাপী, হাস্যোজ্বল কবি জামসেদ
বিনয়ী ভাবুক মন, অপ্রাপ্তিতে নেই কোন ক্ষেদ।।