STORYMIRROR

SUBHAM MONDAL

Romance

3  

SUBHAM MONDAL

Romance

ভালােবাসার উপহার

ভালােবাসার উপহার

1 min
187

শত ব্যাথা বুকে চেপে.,

নীরবে ঝরে পড়ে,ওই সাজানাে ফুলের পাঁপড়ি,

কেউ বােঝে না,কেউ শােনে না,

 ভার বেদনার আকুতি। 

এখন দামি ফুলদানিতে এসেই বা কি হােলাে,,

 আর কিছুক্ষন,আর কিছুটা সময়, 

থাকবে সে আদরে যতনে, ভালােবাসার উপহার হয়ে, 

তারপর ফুরিয়ে যাবে তার স্থান হবে,

ওই আস্তাকুঁড়ে, ওই নােংরা আবর্জনায়

ক্ষণকালের উৎসবের খুশিতে সে খুশি নয়, 

ভার মন বেদনায় ভরান কেমনের ঘরে দিশেহারা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance