ভালােবাসার রন্ধ্রে রন্ধে
ভালােবাসার রন্ধ্রে রন্ধে
অভিমান জমে থাকে,
হৃদয়ের অন্তরালে,অনেক গভীরে.
আবার ভেঙেও যায়,এ অভিমান.
ভালবাসার খুনসুটির নাম ই তাে অভিযান,
সেখানে অভিযান ও নেই।
ভালােবাসার আঙিনা জুড়ে, অভিমান খেলা করে।
ভালােবাসার আর এক রূপ অভিমান,
ভালােবাসার মিষ্টি আদরে।
যেখানে ভালােবাসার ছোঁয়া নেই.
অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, ভালােবাসার রন্ধ্রে রন্ধে,

