STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

ভাদু পরব

ভাদু পরব

1 min
153

আইলা রে ভাদু ভাদর মাসে রাজার ঘর আলো কইরা।

গেল রে সবে রূপের বন্যায় ভাইসা

আইলা রে ভাদু ভাদর মাসে 

ঘর আলো কইরা।


রাজা ভাবেন দেবেন বিয়া 

রাজপুত্তুর লইবে হিয়া। 

ডাকাতদল আসলো রে রে করে তাইড়া 

রাজপুত্তুর গেল জীবন কয়েকটা মাইরা 

আইলা রে ভাদু ভাদর মাসে 

রাজার ঘর আলো কইরা।


শোকে পাথর রাজার পরান মরে কাঁইদা,

করেন চালু পরব খানি গান বাঁইধা,

থাকিল ভাদু গানের অন্তরে প্রেমের দেবী হইয়া,

নর নারী সবে পালে পরব নাচ গান কইরা, 

ভাদুরে রাখেন করে নিজ ম্যাইয়া, 

আইলা রে ভাদু ভাদর মাসে, 

রাজার ঘর আলো কইরা। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract