STORYMIRROR

Njh Y

Inspirational Others

4  

Njh Y

Inspirational Others

বেঁচে থাকার আনন্দ

বেঁচে থাকার আনন্দ

1 min
322

আমি মৃত্যুকে জীবনের সম্মুখে দাড় করিয়ে

উপলব্ধি করেছি বেঁচে থাকার আনন্দ।

জীবানুর বিচরনকে একদমে তুচ্ছে পরিনত করিয়ে

ব্যস্ত রেখেছি নিজেকে জনতার মশগুলে।

ঘুনপোকায় গুড়ো হতে থাকা শরীর নিয়ে দাড়িয়ে

সবলচিত্তে হেটেছি অনেক পথ,

হৃষ্ট চক্ষু মেলে চেয়েছি পৃথিবীর গভীরে,

দেখেছি মানুষের সরল বিশ্বাসের সৌন্দর্য্য।

হালকা ফিকে অন্ধকারকে তাড়িয়ে দিয়ে

বার বার মরতে মরতে বেঁচে উঠেছি।

সুস্থ মানুষ মনোবল হারিয়ে মরতে চেয়েছে

আর আমি মৃত্যুকে তাড়িয়ে চলেছি ক্রমাগত।

চিকিৎসকের বাণী মিথ্যা প্রমাণ করে দিয়ে,

বেঁচেছি আরো অনেক বছর।।

এই যে মানুষ মরতে চায়,মনে মনে করে মৃত্যু কামনা।

তারা জানে না পৃথিবীর সৌন্দর্য্য,বেঁচে থাকার আনন্দ।

একদল বছর বছর আত্মহত্যা করে

নিজেকে পৃথিবীর কাছে প্রমাণ করতে চায়।

তারা মানুষ বই পৃথিবীর কাছেও দুদিনের স্মৃতি।

আরেকদল চরম অসুস্থতা নিয়েও

ধুঁকে ধুঁকে বেঁচে আছে,বেঁচে থাকতে চায়।

তারাই জানে পৃথিবীর আসল সৌন্দর্য্য,

বেঁচে থাকার আনন্দ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational