বদলায়
বদলায়


যতক্ষণ বেঁচে আছে মানুষ শুধু বদলায়
বদলায় মানুষের আচরণ
বদলায় ভালোবাসা ,বদলায় মনের আশা।
বদলায় না মানুষের গঠন, বদলায় না
মৃত্যুর পরে রেখে যাওয়া কর্ম,
বরং তা ভালো হলে
সবাই বলবে সার্থক জন্ম,
আবার যদি কর্মের ওজনে থাকে
কাদা জল বেশিটাই
দেহের সাথে স্মৃতি টাও
হয়ে যায় ছাই।