বছর বছর
বছর বছর

1 min

714
নতুন আলোর ছটা কুয়াশার মাঝে,
স্মৃতির দূরবীনে তাকিয়ে সংখ্যা আর ক্যালেন্ডারের ভাঁজে ভাঁজে ।
কত কিছু লেখা আছে;
কথা সুর কিম্বা হাবিজাবি
সময়ের গভীরে,
চোখ আজও থাকতে চায় চোখের নিবিড়ে।
যতদূরে পথ যাবে তারো ও চেয়ে আরো দূরে
বছর বছর ভালোবেসে.. ...
দেখা হয়ে যায় কোনো চেনা বারান্দায়,
তবু কিছু কথা পড়ে থাকে আজোও নীরবতায়।