বাঁধন শক্তি
বাঁধন শক্তি
অনেক যত্নে একটা সম্পর্কের বাঁধন শক্ত করে বেঁধে রাখা হয়।
সেটা যখন ছিঁড়ে যায় তৃতীয় করো জন্যে
তখন তাকে দোষী করে লাভ নেই
কারণ সে কখনো তোমার ছিলই না।
বরং ক্ষমা করে দাও তাকে। ভালো থাকুক সে তার মতো।
আর আমি নিজেকে নিজের মতো করে গোছানোর চেষ্টা করি।

