স্বপ্নের ফাগুন
স্বপ্নের ফাগুন
এইটুকু কৃষ্ণকাল-
যদি অগাধ বিশ্বাস দিয়ে মনে
মনে নিঃস্ব হতে পারো,আমিই
জোছনা হবো,আমিই ফাগুন ...
ভাবছি বোধয় এসেছে বসন্ত,
শুনিলে কোকিলর মধুর সুর।
আসবে ফিরে সেই দিনগুলি,
এই ভেবে হয়ে যায় মোর ভোর।
ফুটপাতের রাস্তা দিয়ে হাঁটছি
জ্বলছে হৃদয়ে বিষাদের আগুন,
টঙ্গের দোকানের চায়ের কাপে চুমুক
দিয়ে কাটিয়ে দিলাম,
আরও একটি স্বপ্নের ফাগুন।

