সুখ
সুখ
হৃদয় আমার দুঃখের বাসা
নেইকো তাতে সুখ।
কষ্টের চাপে ধীরে ধীরে
ভাংছে আমার বুক।
সুখের আশায় লড়াই করছি
হাজারো কষ্টের ভীড়ে।
হৃদয় নামের সুখের নীড়ে
হয়তো সুখ আসবে ফিরে।
দিক দিগন্ত ছুটেছি আমি
খানিক সুখের আশায়।
সুখ পাখিটা বড়োই মায়াবী
চোখের জলে ভাসায়।
সুখ সুখ করে ক্লান্ত আমি
হৃদয় পুড়ে হলো ছাই।
মানব জীবন সমাপ্তির পথে
তবুও সুখের দেখা না পাই।

